MOCK TEST 2, WBSSC SLST PHILOSOPHY, sscslst wbssc philosophy

  1. জৈনমতে আত্মায় নতুন পুগলের প্রবেশ বন্ধ করাকে কি বলে? → উত্তর: সংবর  

2. "ডিটারমিনেটিও নেগেটিও ইস্ট" উক্তিটি কার? → উত্তর: স্পিনোজা  
3. অরিস্টোটলের মতে বস্তুর গতি ও পরিবর্তনের কারণ কোনটি? → উত্তর: নিমিত্ত কারণ  
4. প্রকল্প মূল্যায়নের মানদণ্ড নয় কোনটি? → উত্তর: কাঠিন্যতা  
5. জীবনমুক্তি স্বীকার করেননি কোন দর্শন? → উত্তর: ন্যায়, বৈশেষিক, রামানুজ  
6. রামানুজ শংকরের মায়াবাদের বিরুদ্ধে কোন আপত্তি তোলেননি? → উত্তর: তাত্ম অনুপত্তি  
7. "নিউ এসে কনসার্নিং হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং" গ্রন্থের রচয়িতা কে? → উত্তর: লক  
8. স্পিনোজার দ্রব্য তত্ত্বকে "সিংহের গুহা"র সঙ্গে তুলনা করেছেন কে? → উত্তর: হেগেল  
9. "জগৎ প্রকৃতির পরিণাম"—এ মতবাদ কার? → উত্তর: সাংখ্য  
10. অন্তর্দৃষ্টির মাধ্যমে শিখন কোন প্রাণীর উপর প্রয়োগ করা হয়? → উত্তর: শিম্পাঞ্জি  
11. শাস্তি সম্পর্কে প্রতিশোধমূলক মতবাদের সমর্থক কে? → উত্তর: হেগেল  
12. জ্ঞান ও কর্ম সমুচ্চয়বাদী দর্শন কোনটি? → উত্তর: বৌদ্ধ, জৈন, সাংখ্য  
13. "বায়ুতে রূপের অভাব" কোন ধরনের অভাব? → উত্তর: অত্যন্তাভাব  
14. "আত্মদীপ ভব" উপদেশ কারা পালন করেন? → উত্তর: হীনযান বৌদ্ধ  
15. স্বাভাবিক বয়স ১২ বছর ও মানসিক বয়স ১৫ বছর হলে আইকিউ কত? → উত্তর: ১২৫  
16. "শ্রেণীদ্বন্দ্বই সমাজ পরিবর্তনের মূল কারণ"—এ মত কার? → উত্তর: মার্ক্স  
17. সক্রিয় অনুবর্তন তত্ত্বের প্রবক্তা কে? → উত্তর: স্কিনার  
18. ফেকনারের সংবেদন-উদ্দীপক সমীকরণ কোনটি? → উত্তর: S = c log R  
19. ট্যাকিস্টোস্কোপ যন্ত্র দিয়ে কি পরিমাপ করা হয়? → উত্তর: মনোযোগের পরিসর  
20. "ও" বচনের সমবিবর্তিত রূপ কি? → উত্তর: "ও" বচন  
21. মিলের পরীক্ষামূলক পদ্ধতির মধ্যে কোনটি কারণের পরিমাণগত লক্ষণ নির্দেশ করে? → উত্তর: সহপরিবর্তন পদ্ধতি  
22. কোন মূর্তি শুধুমাত্র তৃতীয় সংস্থানে বৈধ? → উত্তর: বোকর্ডো  
23. "অতিরিক্ত অনুষঙ্গ নিয়ম" (সাদৃশ্য অনুষঙ্গ) কার তত্ত্ব? → উত্তর: টিচেনার  
24. অন্তর্দৃষ্টির মাধ্যমে শিখন কোন প্রাণীর উপর প্রয়োগ করা হয়? → উত্তর: শিম্পাঞ্জি  
25. "সমাজ হলো সামাজিক সম্পর্কের জটাজাল"—এ মত কার? → উত্তর: ম্যাকাইভার ও পেজ  
26. সম্প্রদায়ের ভিত্তি কয়টি? (ম্যাকাইভার ও পেজের মতে) → উত্তর: ২টি (অঞ্চল ও সজাতিবোধ)  
27. "গভর্মেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল"—উক্তিটি কার? → উত্তর: আব্রাহাম লিংকন  
28. "ইউটোপিয়া" গ্রন্থের রচয়িতা কে? → উত্তর: টমাস মুর  
29. উদারনৈতিক গণতন্ত্রের মূল প্রবক্তা কে? → উত্তর: লক, মিল, বেন্থাম  
30. "চৈতন্য বিশিষ্ট কায়পুরুষ" মতবাদ কি নামে পরিচিত? → উত্তর: দেহাত্মবাদ  
31. "রূপানি" জাতিবাদক কখন হয়? → উত্তর: বিশেষের সামান্য স্বীকার করলে  
32. প্লেটোর "রিপাবলিক"-এ জ্ঞানের কয়টি স্তরের উল্লেখ আছে? → উত্তর: ৪টি  
33. "বুদ্ধিতে এমন কিছু নেই যা পূর্বে ইন্দ্রিয় অভিজ্ঞতায় ছিল না"—এ উক্তি কার? → উত্তর: লক (লাইবনিজ সম্প্রসারিত করেন)  
34. স্পিনোজাকে "ঈশ্বরপ্রেমে মাতোয়ারা" বলেছেন কে? → উত্তর: নোভালিস  
35. প্রভাকর মীমাংসক কয়টি প্রমাণ স্বীকার করেন? → উত্তর: ৫টি  
36. রামানুজ ব্রহ্মের কোন ভেদ স্বীকার করেন? → উত্তর: সগতভেদ  
37. বুদ্ধের "সৌগত সিংহনাদ" নয় কোনটি? → উত্তর: "সর্বং ক্ষণিকং"  
38. "সাদা রজনীগন্ধা ফুলের সুগন্ধ প্রত্যক্ষে কোন সন্নিকর্ষ হয়? → উত্তর: সংযুক্ত সমবায়  
39. "দেহজ সুখের তৃপ্ত শুকরের জীবন অপেক্ষা অসীমের সাধকের জীবন কাম্য"—এ উক্তি কার? → উত্তর: জন স্টুয়ার্ট মিল  
40. "সকল প্রাণী মরণশীল" বচনটির প্রকৃতি কি? → উত্তর: সামান্য সদর্থক (A-Type)  
41. ন্যায় দর্শনে "অন্যোন্যাভাব" কি? → উত্তর: দুটি বস্তুর পারস্পরিক অভাব  
42. "যোগসূত্র"-এর রচয়িতা কে? → উত্তর: পতঞ্জলি  
43. ফ্রয়েডের মতে মানসিক রোগের মূল কারণ কি? → উত্তর: অবদমিত কামনা  
44. "অহিংসা পরমো ধর্মঃ" — এ উক্তিটি কোন ধর্মের? → উত্তর: জৈন ধর্ম  
45. প্লেটোর আদর্শ রাষ্ট্রের শাসক কে হবেন? → উত্তর: দার্শনিক রাজা  
46. "সত্যের জন্ম হয় বিতর্ক থেকে" — এ মত কার? → উত্তর: হেগেল  
47. বেদান্তে "মিথ্যা জ্ঞান" কে কি বলে? → উত্তর: অবিদ্যা  
48. "মনস্তত্ত্ব হলো আচরণের বিজ্ঞান" — এ সংজ্ঞা কার? → উত্তর: জন বি. ওয়াটসন  
49. "অস্তিত্বই প্রত্যক্ষ" — এ মতবাদ কার? → উত্তর: বার্কলে  
50. "সকল সোনা উজ্জ্বল" বচনটির বিপরীত বচন কি? → উত্তর: কিছু সোনা উজ্জ্বল নয় (O-Type)  
51. "যোগ" শব্দের অর্থ কি? → উত্তর: চিত্তের বৃত্তিনিরোধ  
52. কার্ল মার্ক্সের মতে ধর্ম কি? → উত্তর: জনগণের আফিম  
53. "সকল মানব চিন্তাশীল" বচনটির বিপরীত বচন কি? → উত্তর: কিছু মানব চিন্তাশীল নয় (O-Type)  
54. "অভিজ্ঞতাই জ্ঞানের একমাত্র উৎস" — এ মতবাদ কার? → উত্তর: জন লক  
55. "ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা" — এ মত কার? → উত্তর: শংকরাচার্য  
56. "মানুষ স্বাধীনভাবে জন্মগ্রহণ করে কিন্তু সর্বত্র শৃঙ্খলিত" — এ উক্তি কার? → উত্তর: রুশো  
57. ন্যায় দর্শনে "ন্যায় সুত্র"-এর রচয়িতা কে? → উত্তর: গৌতম  
58. "সুখের পরিমাপের একক কি?" — জেরেমি বেন্থামের মতে → উত্তর: হেডোন  
59. "বিশ্বাস থেকে জ্ঞান জন্ম নেয়" — এ মত কার? → উত্তর: সেন্ট অগাস্টিন  
60. "অস্তিত্ববাদ"-এর জনক কে? → উত্তর: সার্ত্র্  
x

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

نموذج الاتصال